অটোয়া, মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
পিছন ফেরার আকুতি - মো.মহিবুল ইসলাম মহিন

ছোট থেকে বড় নিরন্তর ছুটে চলা
এ পথ থেকে ও পথ সম্মূখপানে চলা।
কর্মযজ্ঞে ব্যস্ত জীবনধারা,
হঠাৎই থমকে দাঁড়ায়,
পিছন ফেরার তাড়া।
হঠাৎই মন ফিরে চায় কৈশোরপনায়,
কখনোবা হারিয়ে ফিরে দুরন্তপনায়।
ফিরে যেতে চায় নিপবনে মন,
প্রেয়ষীর হাতে হাত রেখে চলন।
কল্পনায় হারিয়ে যেতে চায় মন,
নানা অজুহাতে প্রেয়ষীর সাথে প্রাতভ্রমণ।
কল্পনার তাড়নায় কম যায় না বন্ধুস্বজন,
জীবনের অনেকখানি বিস্তরজুড়ে তারায় আপন।
হাসি,কান্না, আড্ডা সমাচার,
পিছন ফেরার আকুতিতে তাড়ায় সম্ভার।
দিন শেষে সবার আবেগী আকুতি,
পাবো কী ফিরে যেতে আবার
আমার সুখকর সেই পিছনের স্মৃতি?

মো.মহিবুল ইসলাম মহিন
দিনাজপুর, বাংলাদেশ