নীল আঁচলের সুচিত্রা - মোহাম্মদ ইলইয়াছ
তোমাকে দেখি নিত্যি শয়নে-স্বপনে নৌকার পালে
যৌবনভরা জোয়ারের জলে, মাঝি- মাল্লার গানে-
তোমার সন্দর্শন মূর্তি বৈশাখি পটে-বেহুলার যাত্রায়
তোমাকে দেখি শীতের উমভরা বুকের মাঝে।
তোমাকে দেখি দূরের দিগন্তে নীল আঁচলের সুচিত্রা
সমগ্র ভূতল ক্যামোন ঢেকে রেখেছো শান্ত-বিমল ছায়ায়
তোমার দূরন্ত সন্তানেরা যদি রৌদ্রতাপে পোড়ে,ঘামে
তোমাকে দেখি জোছনা রাতের ঘুম জাগানিয়া গল্পে।
তোমাকে দেখি একাত্তরের লাল-সবুজের পতাকায়
কপালে লাল-টিপ,চোখে কাজল ও দু'হাতে লতার চুড়ি
জন্মভূমির সমান তুমি,আকাশ ছুঁয়ে মাতঙ্গিনীর মতো মাতো
তুমি আমার শিউলিমাতা,লক্ষ্মীমন্ত ধানফসলী গর্ভধারিনী।
তোমার বুকের দুধে বেঁচেছে কন্যাপুত্রসম বাংলাদেশ।
মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
05-03-2022
-
-