অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নারী - এস ডি সুব্রত

নারী তুমি এবার সিদ্ধান্ত নাও
তোমার কর্তব্য আর গন্তব্য কোথায়?
নির্ভরশীলতা নয় হয়ে ওঠো  নির্ভরতার প্রতীক
ঘর কন্যার চার দেয়াল টপকে বেরিয়ে এসো 
এবার জীবন যুদ্ধের ময়দানে 
হাতে তুলে নাও প্রতিবাদের অস্ত্র 
সত্য ও ন্যায় কঠোর হও কোমলতার খোলস ছেড়ে,

শক্তি সাহস আর সততা আছে যার সমস্ত জুড়ে
তবে সে নারী কে ঠেকিয়ে রাখে কে?
নারী তোমার ছোঁয়ায় 
বিরানভূমি হয়ে ওঠে শ্যামল শস্য ক্ষেত্র
তোমার সাহচর্যে স্বামী পায় নির্ভরতা
সন্তান পায় পৃথিবীর শ্রেষ্ঠ মমতা
প্রয়োজনে বদলে যাও 
বদলে দিতে পৃথিবী  জেগে উঠো একবার,

নির্যাতনের শিকার কেন হবে নারী
অথবা ব্ল্যাক মেইলের শিকার নিজের কর্ম স্থলে?
ভোগের পণ্য হয়ো না নারী 
দূর্বল থেকো না কতিপয় হারামজাদা পুরুষের কাছে
নারী তুমি জ্ঞান গরিমায় কর্ম গুণে অনন্য
ত্যাগ তিতিক্ষা আর সেবায় অতুলনীয়,

জাগো নারী
তুমি তো নও শুধু সেবাদাসী আজ্ঞাবহ?
জ্ঞান তপস্যায় নারী , নারী মূর্তিমতী
নারী বন্দিনী নয় মুক্তির কান্ডারি
সৃষ্টির পেলবতায় তোমার স্নেহ মমতায় 
তোমার অবিনাশী প্রেমে ধন্য পৃথিবী
নারী তুমি মেয়ে মানুষ নও শুধু ই মানুষ
এই কথাটা ভাবতে শিখো,

নারী তুমি নও বন্দিনী
তুমি তো নও পুরুষের আজ্ঞাবহী?
নারী তুমি আদ্যশক্তি প্রাণের পোষণ 
এগিয়ে চলো কালের যাত্রায় দূঃসাহসিক অভিযানে
প্রেম মমতা আর অমোঘ সত্যের বাঁধনে
বিশ্বকে কর মহিমাময় কর অমরাবতী
বইয়ে দাও মন্দাকীনি ধারা,

জাগো নারী 
বোবা কান্নায় ভেঙে পড়ো না ভুলে ন্যায় অন্যায়?
খোবলে খাবে কোন পুরুষ  আদিম অসভ্যতায়
মুখ বুজে থেকো না সুন্দরের পথচলায়
বদলে দাও লোলুপ পুরুষের হায়েনার রুপ
হয়ে ওঠো মহিষাসুর মর্দিনী বিজয়লক্ষ্মী নারী
সময়ের প্রয়োজনে বদলে যাও  
জেগে ওঠো  নারী ভগিনী কন্যা  জায়া জননী।

এস ডি সুব্রত
কবি ও প্রাবন্ধিক
সুনামগঞ্জ, বাংলাদেশ