ঝাঁসির মুখশ্রী আমি - জান্নাত মণি
আমাদের কুঁড়ে ঘরগুলোতে ছিল না যখন কোন ছাউনি
আষাঢ়ের জলে ভেজা, গৃহবন্দী আমার মাতৃভাষা
ক্ষুধার্ত শিশুর আঙ্গুলে মেখে দিয়েছে বিষ মা জননী
শোকাবহ শবদেহে গণতন্ত্রের হাহাকার ।
আমিও বীর ছিলাম!
সিংহের মতো সূর্যের মতো,
আমার চারপাশ মুখরিত ছিল করতালি ভর দুপুরেও।
বিষাক্ত ফুলের মতো ফুটে আছে গনতন্ত্র
বন্য গোলাপের মালা পরিয়ে দিয়েছি আমি স্বদেশে
কাতর হয়ে তুষার ভেঙ্গে বরফ গলে,
আমি স্পর্শ করেছি ঘাসের উপর টলমলে জল
ভোরের বাতাসে নিয়েছি কামেনির ঘ্রাণ।
আমিও বীর ছিলাম- সীমাহীন উদ্ধত
আমার পায়ের দাগ নগরের দুর্গ পেরিয়ে বঙ্গোপসাগরে ।
বারানসির উড়ন্ত পাখি আমি
ঝড়ের মতো আমিও এক তেজস্বী আতংক
আপন সম্রাজ্য থেকে নির্বাসিত।
ঝাঁসির মুখশ্রী আমি-
আমিও চেঁচিয়ে বলি ঝাঁসিরানি লক্ষ্মীবাই।
দূর অরণ্যের বুনো ফুল আর আবিরের থালা হাতে তোমরা
আমিও চ্যাম্পিয়ন, গ্লানিতে যন্ত্রণায়-
জান্নাত মণি। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
12-03-2022
-
-