অটোয়া, মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
কথাগুলো - সুদীপ কুমার চক্রবর্তী

থাগুলো এসেছিল একদিন চৈতি হওয়ায়
ফিরে গেছে আবার সে এলোমেলো বৈশাখী ঝড়ে।
বাকি কথা রেখে দাও বজ্র মুঠিতে
রেখে দাও একান্তে নিজের কাছে।

যে কথা হারিয়ে গেছে নির্বাক গহনে
আমি আর চাইবো না ফিরে।
চাইবো না সে কথার প্রতিধ্বনি হোক 
সুদূর নক্ষত্র থেকে অন্ধ তিমিরে।

কথাগুলো এসেছিল একদিন
জীবনের উৎস মুখ থেকে আশ্চর্য জ্যোসনার মোড়কে
প্রতিটা উচ্চারণ এ ছিলো আরণ্যক তান
নদীপথ দিয়েছিল সুর
তুমি শুধু গেয়েছিলে হৃদয়ের গান ।

কথাগুলো একদিন ভেসেছিল শ্রাবণের ঘনিষ্ঠ হওয়ায়-  অন্তরের নিভৃত আলোকে।
কৃষ্ণকলি মেঘ ছিল তখনও সে হরিণীর চোখে।

প্রথম পরশে তার অদ্ভুত কাঁপন ছিলো -
বুঝেছি তা শিরায় শিরায় - 
বুঝেছি অন্তরঙ্গ সে বৃষ্টিজল কতটা সংক্রামক ছিলো - অবিশ্রান্ত বাদল ধারায় !

সুদীপ কুমার চক্রবর্তী
হাওড়া, পশ্চিমবঙ্গ