অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মধ্য রাতে ঘুম ভেঙে গেলে - সুনির্মল বসু

কাল মধ্য রাতে ঘুম ভেঙে গেলে আমার জানালায় দেখি, উদাসী নারকেল গাছের ফাঁকে ভেসে যাচ্ছে চাঁদ,
কদাচিৎ রাত পাখির ডানা ঝাপটানো, সাদা গাভীনের মতো আকাশে ভেসে যাচ্ছে অযুত মেঘমালা,

নিবিড় নৈঃশব্দ ভাষাহীন ভাষায় কথা বলে চলেছে,
বিভ্রান্ত আমি স্মৃতি পথে হাঁটি,
প্রাচীন মায়াবী পৃথিবী, মায়াবী মানুষের মুখ মনে ভাসে,

মনে পড়ে, জীবনের কত বিচিত্র পথে হেঁটে গেছি,
মনে ভাসে, পথের সঞ্চয়,
কত গ্লানি অপমান স্মৃতিতে ভেসে যায়,
অকারণে কতজন ব্যথা দিয়ে গেল,

ভাবি, এই দুঃখ-কষ্ট ক্লেদ কখনো আমার প্রাপ্য ছিল না, অন্যকে খাটো করে যারা মজা পায়, তাদের এ কথা বোঝাবে কোন্ জন,
পৃথিবীতে আছে কত ভালোবাসার জন,

ভারবাহী জন্তুর মতো এক জীবন,
বহন করতে পারছিনা আর,
মধ্যরাতে স্মৃতি পথে হেঁটে যায় প্রিয়জন,
নদীর উপর বয়ে যায় দীর্ঘ প্রলম্বিত বাতাস,
প্রাচীন ভগ্নস্তূপের পাশে মধ্যরাতে কারা যেন হাঁটে,
রাত গভীরে ইতিহাস কথা বলে,

দেবদারু বন, সুপারি গাছের ছায়ায় কারা যেন হেঁটে যায়,
মধ্য রাতে ঘুম ভেঙে গেলে আমার জানালায় দেখি,
উদাসী নারকেল গাছের ফাঁকে ভেসে যাচ্ছে চাঁদ,
রাতের আকাশ, চাঁদের আলো, উড়ুক্কু মেঘ রাজি
আমার সব গ্লানি অপমান ভুলিয়ে দেয়,

আমি এখন যে কাউকে অনায়াসে ক্ষমা করে দিতে পারি,
আমি এখন পরম শত্রুকে বিশাল জমি জায়গা অনায়াসে লিখে দিতে পারি,
যে বিশ্বাসঘাতিনী প্রেমিকা আমার ভালোবাসাকে দু'পায়ে মাড়িয়ে একদিন অন্য যুবকের হাত ধরেছিল,
অনায়াসে ক্ষমা করে দিতে পারি, তাকেও,

বলতে পারি, তোমরা আঘাত করতে পারো, অপমান করতে পারো, মানুষকে ছোট করতে পারো,
ভালোবাসা দেবার ক্ষমতা তোমাদের নেই,

মধ্য রাতে ঘুম ভেঙ্গে গেলে দেখি, আমার জানালায় নারকেল গাছের ফাঁকে ভেসে যাচ্ছে চাঁদ,
আমি প্রতিদিন, প্রতিরাতে ওর কাছ থেকে একটু একটু করে ভালোবাসাটা শিখে নিই।

সুনির্মল বসু
কলকাতা, পশ্চিমবঙ্গ