অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
যুদ্ধ একটি অনিবার্য ঘটনা - সায়্যিদ লুমরান

ই পৃথিবীতে যুদ্ধ একটি অনিবার্য ঘটনা। 

জলে'তো সারাক্ষণই যুদ্ধ চলে,
বৃহৎ হা করে থাকা নীল তিমি ছোট বড় সব মাছ গিলে ফেলে। হাঙর হাঙরের লেজ খায়।

জঙ্গলেও মঙ্গল নেই-
ইগল থেকে ইদুর কখনো শিকার তো কখনো শিকারী।
হরিণকে চক্রে ফেলে বাঘে-সিংহে করে বূহ্য রচনা।

সভ্য বা অসভ্য সকল সভ্যতার বুক থেকে মস্তকে যুদ্ধ রক্ত হয়ে দৌড়ায়ঃ
আসলে যুদ্ধের জটিল সূত্র এ পৃথিবীর খাদ্য শৃঙ্খলে 

এবং মানুষ সর্বভুক- 
মাছ-মাংস থেকে ঘাস সব'ই খায়,
ক্ষুধার অধিক সে কখনো কখনো মানুষের প্রাণও খেয়ে ফেলে।।

সায়্যিদ লুমরান
আজিমপুর, ঢাকা