অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দু’টি কবিতা - ঝন্টু চন্দ্র ওঝা

(১)
ঈশী-দীপনা

তোমার অভিধ্যানে থাকি নিরন্তর
তীব্র আকুলতা নিয়ে উন্নীতি-ঊর্জ্জী তৎপরতায়
শান্ত-সৌম্য বিদ্বদ্-দীপ্তি চাহনিতে
শুধু অপলক তোমাকেই হেরি
বিদ্যুল্লসিত প্রীতি-দীপনায়
সত্তাসেবী সত্ত্ব-সন্দীপনায়।
তুমি যেমন আছ, তেমনি রবে নিরবধি
আমার সমাধিলীন মহা-চেতনায়
শুনি সম্বিৎ-সঙ্গীত, শুনি অমৃত সুরলহরী
সাত্বতী-অনুবেদনায়
বর্ণালী আবীর-উৎসর্জ্জনায়।

(২)
অভিলাষ

দুঃসহ স্মৃতি মুছে যাক সব
হৃদয়ের নীলকুঠি থেকে,
আছে যাহা ভালো জীবনের পথে
আবক্ষ প্রেমে বাধো তাকে।
দূর হোক সব শোক তাপ জ্বালা
দূর হোক সব গণ্ডক;
জীবনের ধারা অমৃতের পথে
চিরকাল ধরে প্রবাহিত হোক।

ঝন্টু চন্দ্র ওঝা
ঢাকা, বাংলাদেশ