অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কেনো যে এমন হয় - গোলাম কবির

খনো কখনো অকারণেই 
বুকের ভিতরে ঝুম বৃষ্টি নামে, 
একদমই তলিয়ে যায় 
হৃদয়ের সকল অলিগলি 
অথচ বাইরে তখন 
চৈত্রের দাবদাহে পুড়তে থাকে শরীর!  
আবার কখনো এমনও হয়,
ভীষণ শীতে কাতর আমি 
জুবুথুবু হয়ে বসে আছি আগুনের পাশে
অথচ আমার ভিতরেও 
যে আগুনে পুড়ছি তা থেকে বাঁচার 
প্রবল আকুতি নিয়ে তোমার দ্বারে 
ভিক্ষুক হয়ে বসে থাকি সর্বদাই। 
কতোদিন এমনও হতে দেখি,
চারিদিকে গাছে গাছে বসন্তের নতুন পাতা
ও ফুল ফোটার উৎসবে মুখরিত দিন 
অথচ আমার ভিতরে তখন হেমন্তের 
ন্যাড়া পাতাশূন্য বৃক্ষের আহাজারিতে 
হৃদয় খানখান হয়ে ভেঙে পড়ছে! 
কেনো যে এমন হয় 
বুঝে উঠতে পারিনি কোনেদিনই।

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা