অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শবাগার - কাজল দত্ত

চোখ বন্ধ করেই বেঁচে ছিলাম,
অন্ধকার কুটিরের ভিতর।

যেদিন চোখ মেললাম,সেদিনই
আমার আবার মৃত্যু হলো।
চোখ খুলে দেখলাম,
হাজার মৃত মানুষের শহরে
নতুন করে জন্ম হলো আমার।

সেদিন ফ্যালফ্যাল করে দেখেছিলাম
মৃত মানুষের বেঁচে থাকার লড়াই,
শিঁউরে উঠে,কখনো কেঁদেছিলাম,
কখনোবা,ফোকলা গালে হেসেছিলাম। এই-
ভেবে,এই লড়াইতে আমিও সামিল হলাম।

যতদিন না আমার নতুন করে আবার
বাঁচার জন্য মৃত্যু হয়,ততদিন
এই শবাগারে আমাকেও লড়তে হবে,
বেঁচে থাকার রসদ নিয়ে,যত-
অশরীরী শরীরের সঙ্গে। 

কাজল দত্ত। পশ্চিমবঙ্গ