অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্বপ্ন - নির্মল ভৌমিক

মাধবী, 
স্বপ্নের পেখম মেলে
তোমায় নিয়ে উড়তে বড়
সাধ জাগে।

আমার সাথে উড়বে তুমি
সুনীল আকাশে কিংবা
অনাবিল সবুজের দিগন্ত বিস্তৃত মাঠে?

সারাদিন দুজনে উড়ে বেড়াবো 
আর সন্ধ্যা নেমে এলে?
সন্ধ্যা নেমে এলে ফিরে যাবো 
ভালোবাসায় গড়া বাবুই পাখির কুড়ে ঘরে !!

মাধবী,
তুমিতো জানো 
কৃত্রিমতায় আমার বড় এলার্জি, 
আমি ভালোবাসি সবুজের বুক,ফসলের হাসি।

এক জনম নয়
আমি হাজার জনম তোমায় সাথে নিয়ে
শাশ্বত নদী গিরি কাঁটাতাঁর ডিঙিয়ে 
উড়তে চাই মুক্ত পাখির মতো করে।। 

মাধবী,
তুমি আমার সাথে জুটি হয়ে 
যাবে কি সেথায় উড়ে উড়ে
যেথায় আমার স্বপ্নগুলো নিত্যদিন
স্নিগ্ধতায় বাঁচে?? 

নির্মল ভৌমিক। ব্রাহ্মণবাড়িয়া