অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
হারানো স্মৃতি - সিদ্ধেশ্বর হাটুই

হারিয়েছে অতিত, হারিয়েছি যত
পুরানো দিনের সুমধুর সেই স্মৃতি
পাল্টেছে দিন, পাল্টেছে রাত
বদলেছে প্রেম-প্রীতি সমাজ-সংস্কৃতি।
স্মৃতি রোমন্থনে মনে পড়ে যায়
হারানো সেই সব দিন,
কত আনন্দে গাইত পাখি গান
কত আনন্দে খেলত যমুনা-পারভিন।
বর্তমানে ফাঁকা দেখি সেই খেলার মাঠ
দল বেঁধে আর যায়না স্নানে, ফাঁকা স্নানের ঘাট,
যান্ত্রিকতায় মেতেছি সবাই, যন্ত্রেই উন্নতি
যাচ্ছি ভুলে পুরানো দিন, ভালো থাকার পাঠ।
হিংসা-বিবাদ লাউয়ের ডগা
ঢালছি অযথা তেজ,
খাঁটিটা আর রাখছিনা খাঁটি
সব কিছুতেই ভেজ।
আর হয়তো পাবোনা ফিরে
হারানো সেইসব দিন।
বেলা বয়ে যায়- তবু মনে হয় আজ,
সেই দিনের আশা ক্ষীণ।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ