নৈশ সংলাপ - সুদীপ কুমার চক্রবর্তী
যে স্বপ্নগুলো অন্ধকারে মুখ লুকিয়েছে
হারিয়ে যেতে দিও না ওদের।
হাজার কথার ভীড়ে চিনে রেখো গলে পড়া মোমের শিখায়।
বহু জন্ম অপেক্ষার পর এই সবে পেয়েছি সময়।
খুলে রাখো নিমীলিত চোখের পাতা
ঘুম এসে মুছে দিতে পারে উজ্জ্বল মুহূর্ত গুলো
দুচোখে আটকে থাকা রঙিন আকাঙ্খা।
এইসব প্রশান্ত সন্ধ্যায় পৃথিবীর বিগলন হয়
নক্ষত্র মজলিসে প্রেমিকের চোখে
সন্দিহান আলোক চেতনায়।
এখানে বিনিদ্র রাত্রির কানে বারংবার বলে যাও
ভালোবাসি চিরতরে - ভালোবাসি তোমায়।
সুদীপ কুমার চক্রবর্তী
হাওড়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
03-04-2022
-
-