ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় - আইনাল হক
ক্ষুধার জ্বালা নির্লজ্জের মতো
নিত্য দৌড়ে বেড়ায় আমার পতাকার উপর;
খাদ্য তুমি কোন স্বর্গে অট্ট হেসে
খুন কর অনুভূতির সব রোদেলা দুপুর?
শূন্য তেলের বোতলে চেয়ে
নির্বাক চোখে দারিদ্রতার সাদাকালো ছবি দেখি,
চাপা কষ্টে বুক চাপড়ে
বুক পকেটে রঙ বেরঙের বেদনা লুকিয়ে রাখি।
চাল, ডাল আর নুন, লঙ্কা
দায়িত্বহীনতায় আমাদের ছেড়ে যাচ্ছে বহুদূর;
ভীষন হতাশা আর তীব্র দহনে
শূন্য দৃষ্টি ভাষাহীন চেয়ে আছে সাত সমুদ্দুর ।
মানুষের অবয়বে স্পষ্ট অসহায়ত্বের ছাপ
ঘোড়ার বেগে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি,
পুড়ছে মন ধুকছে নাগরিক জীবন
অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম্যে মানবতার ক্ষতি।
অভাবের রাজ্যে টিসিবি'র আস্ত গাড়ি
যেন ঝলসানো রুটি,
ক্ষুৎপীড়িতের পেটের জ্বালা
লাজ লজ্জা উপেক্ষা করে তার পিছু ছুটি।
ইদানিং জীবনযাপন কি যে দূর্বিষহ!
কি যে বেদনাময়!
এসি তে বসে পৈশাচিক হেসে
সাধারণের অব্যক্ত যন্ত্রণা তা কি বুঝা যায়?
মূল্যবোধের দেয়াল জুড়ে লেপ্টে আছে
বিষাদের বেদনা বিধুর মহাকাব্য,
দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত অসহায় মানুষ
ক্রমেই নাগালের বাইরে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
আইনাল হক। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
05-04-2022
-
-