অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শব্দ নিঃশব্দ - মুহাঃ হাবিবুর রহমান

নিঃশব্দ মানে চুপ থাকা, নিজের মধ্যে লুকিয়ে পড়া, 
পৃথিবীর সব রুপ রস রঙ ত্যাগ করে বসে থাকা বোধ হীন প্রাণ,
আজন্ম লালিত স্বপ্নদের মরন যেখানে সমাধি হয়-তখন মিলে যায়
আলোকের ধারা, পাখিদের চিৎকার চেচামেচি, একটি হাতছানি 
অবারিত খোলা মাঠে ভরা ফসলের রুপ, নিরন্তর জীবনের উচ্ছাস, 
বোধদয় কিংবা নিজের মধ্যে জাগা বহু পুরানো দিনের কোন স্মৃতি অমলিন।

শব্দ মানে প্রাণের উচ্ছাস, বর্নিল আলোকের রঙে রঙিন চারপাশ,
মুগ্ধ দৃষ্টির মাঝে ভাবনাহীন জীবনের পথ,
উষ্ণ ছোঁয়ার পরশে কল্পনা বাসা বাঁধে মনে, ফুলে ফুলে ঢাকা পড়া মেঠ পথ,
চার চোখে আকাশ দেখা রাত্রির কোলে-যত দূর চোখ যায় তারাদের দেশে 
পলকে শিহরনে চুম্বনের শব্দে কতো মাধুরী কেউ জানে বা না জানে,
আবেশে জড়াতে, প্রাণের টানে মেলে দেয়া বাহুর নড়চড়া শব্দ, বিহঙ্গরা খোঁজে জন্মানতরে,
কে বোঝে শব্দের রুপ মাধুরী? বিপন্ন পৃথিবীর বোধ লুপ্ত মনে।

মুহাঃ হাবিবুর রহমান 
প্রভাষক
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেঁকী শ্যামনগর সাতক্ষীরা।