অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
গল্পগাছা - সুদীপ কুমার চক্রবর্তী

নেকদিন হলো গাছেদের সঙ্গে গল্প করা হয়নি সেভাবে। 
এই অলস সকালে দাঁড়িয়েছি কাছে এসে
ঘন নিঃশ্বাসে ।চুপিসারে বলে চলেছে সে আত্মকথা 
অশ্রুমোচন আর আত্মরক্ষার বার্থতা।
অসুখের কথা বেমালুম চেপে গেছে এতোদিন
ক্রমশ ধূসর হচ্ছে ভূর্জপত্র ফুরিয়েছে চিরসবুজের দিন। 

উড়নচন্ডীর মতো উথল হাওয়ায় ভেসেছে একসময় সুস্থতার 
আবহে  - নিরন্তর উত্তাপে ঝরেছে স্বেদ গ্রীষ্মের মর্মর নিদাঘে।
অথচ মৃতদের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে কোটরে কোটরে 
পিপীলিকা গেছে কেঁদে মর্মন্তুদ বিষাদে।
সখা বলে ডেকেছি কি তাই আজ অনেকদিন পর 
শুধুমাত্র বাঁচার তাগিদে!

স্পর্শ আজ মাধুকরী আমাদের অন্তিম সঞ্চয় -
বল্কলে আঘাত হেনে রক্তাক্ত পরিণামে সম্ভ্রান্ত প্রাণভিক্ষায় 
আজ বড় লজ্জা পায়।

অনেক গল্প ছিল পাতাদের সাথে - ঝরে যাওয়া বিনম্র মুকুল 
আর উড়ে যাওয়া বিহঙ্গের ডানাতে।
নীরব মুহূর্তগুলো উড়ে গেছে অসীম শূন্যতার দিকে
নির্জন উপত্যকায় আলোর পুষ্পরেণু মেখে।
কতদিন সন্ধ্যা এসে থেমে আছে ধোঁয়া ধোঁয়া আলেয়ায় 
পৃথিবীর আবছা ছায়াপথে।

তুমি হয়তো ডেকেছ সেদিন গাঢ় ইশারায়
চলে গেছি দ্রুততায় ব্যস্ততার জিগিরে  - দেখিনি
পিছন ফিরে বাঁধা আছে ব্ণ্যপ্রাণ সভ্যতার শিকড়ে  শিকড়ে ।

সুদীপ কুমার চক্রবর্তী / গাজীপুর  / হাওড়া