অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
শীতল চট্টোপাধ্যায় এর দু'টি কবিতা

বর্তমান ঠিকানা
গ্নিতে কতটুকু তুমি জ্বলতে পার বৈশাখ ?
মানুষ এখন আরও বেশি অগ্নি সম্পন্ন শক্তিময় -
মানব থেকে হারিয়ে যাওয়ার পর ৷
গৃহদাহর আগুন শিখা , ছুটন্ত মিশাইল ,
অগ্নি সুনামির দাবানলী ঢেউয়ের
অতি নিকটেই এখন
মানুষের বর্তমান ঠিকানা ৷
নদী - পুকুর - ঝিলেরা এখন
স্বপ্ন ছবির রেখায় -রেখায় ,
সবুজ স্মৃতিতে এখন
দু'একটা গাছ নড়ে ,
এই নতুন মরুতে
মাছরাঙা , বক , পানকৌড়িরা-
মমি , আর -
এক - আধটা ক্ষয়িষ্ণু স্থাপত্য গায়ে
দেখা মিলতে পারে
মানুষের অবয়ব ৷

চিরন্তন
ন্ত্রনাহীন নরম মাটি হয়েছিলাম বলেই -
সে মাটির বুকে ফুল হওয়া
সম্ভব হয়েছিল তোমার ৷
তোমার পরিত্যক্ত শুকনো পাপড়িরাও
আমার নরম মাটি বুকে
লালিত হয়েছ যত্নে ৷
আমি নদী হয়েছিলাম বলেই -
জলছায়ার তোমাকে পৌঁছে দিয়েছি
অনন্ত - উত্তাল - অসমাপ্তের সাগর ঢেউয়ে ,
যেখানে খুঁজলেই
তোমার দেখা মেলে
চিরন্তন হওয়ায় ৷

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল ,উত্তর ২৪ পরগণা
ভারতবর্ষ