হিসেবী দুনিয়া - মো.মহিবুল ইসলাম মহিন
বিশ্ব ব্রহ্মান্ডের বিস্তর সমাজ সংসার
এরি মাঝে বেঁচে থাকার অপার সম্ভার।
সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি,
সবার মাঝে রহিয়াছে তাঁর অপার দৃষ্টি ।
সৃষ্টি সুখের উল্লাসে মনের হরষে,
ছুটিয়া ছলেছি মোরা এপথ ওপথ।
সম্ভাবনার অবারিত ধারার,
হিসেব কষে মিলে না চুড়ান্ত খাতায়।
সুপ্তমনে সবার একটাই আকুতি,
কিভাবে পাবো আমি,'আমিত্বের' তৃপ্তি !
আজি এ ধারায় ভুলতে বসেছি মোরা,
'আমরা' শব্দের মান,
প্রত্যেকে মোরা পরের তরে'র
যথাযোগ্য সম্মান।
কিভাবে রূখবো মোরা মনুষ্যত্বের সৃঙ্খল,
সবার মাঝে জাগে না কেন, এইরূপ বল।
সমাজ সংসারের যোগ বিয়োগের খাতায়,
গোধূলিবেলায় ফলাফল, নিঃফল!
তবুও মোদের নিরন্তর চাওয়া,
গোধূলিলগ্নে হিসেব কষে,
যোগ বিয়োগের নিষ্ফলতা কেটে,
সৃষ্টি সুখের উল্লাসে উদ্ভাসিত হউক,
উল্লসিত, তৃপ্তিময়,মঙ্গলময়!
মো.মহিবুল ইসলাম মহিন
দিনাজপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-04-2022
-
-