ছাইজীবন একটা কয়েলক্রমশ জ্বলছেজ্বলতে জ্বলতে চলছে জীবন।জীবনের দিনগুলোক্রমান্বয়ে ধোঁয়া হয়ে উড়ে যায়নানান কিসিমের মশা তাড়াতেঅবিরাম পুড়ছে জীবন।জীবন সামনে পা বাড়ায়আগুনও এগিয়ে যায়পুড়তে পুড়তে সামনে যায় বউ বাচ্চাসহ একটানিরপদ্রুপ ঘুমের আশায়।কোন এক ভোরেজেগে দেখে জীবনস্ট্যান্ড জুড়ে পড়ে আছেকিছু কয়েল পোড়া ছাই।জীবন তখন খাটিয়ায় শোয়াকফিনে মোড়ানো নিথর দেহ।কী দারণ মিল!ঝাড়ুতে ঝাড়ুতে মিশে যায় ছাইহাওয়ায় হাওয়ায়আর জীবন লাশ চলে যায়কবরের গহীন নির্জনতায়। বৃষ্টির খুচরাপদ্য১.ঝুম বৃষ্টি ঝুমবউয়ের গলা ধইরা মারোকাঁথার নিচে ঘুম। ২.ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি ঝর ঝর ঝর ঝারাবউ ছাড়া আজ যারাএক বছরের ভিত্রে যেনবিয়ে করে তারা।৩.ঝিম বৃষ্টি ঝিম বৃষ্টি ঝিম বৃষ্টি ঝিম বাতাসটা হিম হিম।শরীর স্বাস্থ্য ক্ষীণ হলেখাওগে হাসের ডিম।৪.ঝুম বৃষ্টি ঝড় বৃষ্টি বৃষ্টি টাপুরটুপবৃষ্টি হলে দূর অতীতেমারি আমি ডুব।তাজ ইসলাম কবি ছড়াকার ও সাহিত্যসমালোচকঢাকা বাংলাদেশ।
Ashram Bengali Magazine, Ottawa