অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তাজ ইসলাম'র 'ছাই' এবং 'বৃষ্টির খুচরাপদ্য'

ছাই
জীবন একটা কয়েল
ক্রমশ জ্বলছে
জ্বলতে জ্বলতে চলছে জীবন।

জীবনের দিনগুলো
ক্রমান্বয়ে ধোঁয়া হয়ে উড়ে যায়
নানান কিসিমের মশা তাড়াতে
অবিরাম পুড়ছে জীবন।

জীবন সামনে পা বাড়ায়
আগুনও এগিয়ে যায়
পুড়তে পুড়তে সামনে যায় 
বউ বাচ্চাসহ একটা
নিরপদ্রুপ ঘুমের আশায়।

কোন এক ভোরে
জেগে দেখে জীবন
স্ট্যান্ড জুড়ে পড়ে আছে
কিছু কয়েল পোড়া ছাই।
জীবন তখন খাটিয়ায় শোয়া
কফিনে মোড়ানো নিথর দেহ।

কী দারণ মিল!
ঝাড়ুতে ঝাড়ুতে মিশে যায় ছাই
হাওয়ায় হাওয়ায়
আর জীবন লাশ চলে যায়
কবরের গহীন নির্জনতায়।

বৃষ্টির খুচরাপদ্য

১.
ঝুম বৃষ্টি ঝুম
বউয়ের গলা ধইরা মারো
কাঁথার  নিচে ঘুম। 
২.
ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি 
ঝর ঝর ঝর ঝারা
বউ ছাড়া আজ যারা
এক বছরের ভিত্রে যেন
বিয়ে করে তারা।
৩.
ঝিম বৃষ্টি ঝিম বৃষ্টি 
ঝিম বৃষ্টি ঝিম 
বাতাসটা হিম হিম।
শরীর স্বাস্থ্য ক্ষীণ হলে
খাওগে হাসের ডিম।
৪.
ঝুম বৃষ্টি ঝড় বৃষ্টি 
বৃষ্টি টাপুরটুপ
বৃষ্টি হলে দূর অতীতে
মারি আমি ডুব।

তাজ ইসলাম 
কবি ছড়াকার ও সাহিত্যসমালোচক
ঢাকা বাংলাদেশ।