জীবন এখন উড়াল দিয়েছে বোধের অরণ্যাঞ্চলে ফিরবেনা সময় ফেরি করে শশ্মানের পাশেফিরবেনা মানুষের ভিরে রকমারি-ডেরায়ফিরবেনা চুলখোলা তান্ত্রিক সন্ধ্যায়প্রণয় কুঞ্জবনে-প্রেম-অনুরাগে!জীবন এখন হৃদয়পোড়া দুরূহ প্রেমের দূর্বোধ্য পান্ডুলিপি হাতেনিশঙ্ক আকাশের মতো অনঘ গোধূলীর উন্নিদ্র রাতের তম্বী শরীরেশ্বাপদের মহড়া দেয়!জীবন এখন কোনো এক শরমার্ত ভোরেলোহিত যৌবনের অতুল পরশ নিয়েক্লান্ত জীবনের বিরান বসত হয়দগ্ধ শরীর ঝলসানো কবিতায়বিবর্ণ ছবির নিবার্ক অনুদিত দৃষ্টি নিয়েঅবশেষে সমর্পিত হয় পাঁজর পোড়ানো বৈহাসিক যৌবনে!জিল্লুর রহমান প্রামানিক। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa