অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মুমূর্ষু খবর - মোঃ আইনাল হক

দ্য ধর্ষিতা 
কোন অভাগীর হৃদয় তোলপাড় করা দুঃসংবাদটি 
কোন সেলিব্রেটির সুখসংবাদে ডিজে পার্টির 
উত্তাল নাচের রোমাঞ্চে হারিয়ে যায় অবলীলায়। 
যখন পানির অভাবে ভীষন হাহাকার;
তৃষ্ণার্ত মা, 
শিশু ও জায়ার গভীর আর্তনাদ! 
মন্ত্রীর শুভাগমনে হর্ষধ্বনির সাথে 
পুষ্প বৃষ্টিতে প্লাবিত কলোনীর পিপাসার্ত শরীর। 
সমাজের ভস্মীভূত ধূসর বাড়ির খবর 
চাপা পড়ে সমাজপতির মেয়ের 
আলোক সজ্জিত বিয়ে বাড়ির নতুন খবরের নিচে। 
এভাবে একটি খবরের অপমৃত্যু ঘটে
আরেকটি নতুন খবরে।

নাগরিক অধিকার আদায়ের দাবীতে 
যখন উত্তাল ঢাকা;
রাজপথে জনগণের বুক ফাটানো আত্ম চিৎকার 
তখন হঠাৎ কোন পীর বাবার আজব কেরামতির
গুজব সংবাদে অবহেলায় হারিয়ে যায় 
সাধারণের জীবনের জন্য রচিত সংবাদ।  
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির 
তলায় পিষ্ট হয়ে নাগরিক জীবন ওষ্ঠাগতের খবরে যখন বাংলাদেশ তোলপাড়; 
তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধরথের 
নতুন খবরের নিচে ক্ষতবিক্ষত জনগুরুত্বপূর্ণ খবর।
এভাবে একটি সংবাদের যবনিকাপাত হয় 
আরেকটি সদ্য প্রসূত চমকপ্রদ সংবাদের নিচে।
আর আমরা জাতি হিসেবে 
খবরের পর খবর গলাধঃকরণ করে 
তামাশার গভীর সাগরে অবগাহন করতে থাকলাম।

মোঃ আইনাল হক 
রাজশাহী, বাংলাদেশ