করপুটে দু'টি চোখ - সায়্যিদ লুমরান
প্রিয় হয়ে বেঁচে থাকতে পারিনা,
পালিত পশুর মত প্রতিদিন কেউ না কেউ কুরবানী হয়ে
যাই এই পৃথিবীর শাসক ও বণিক'দের হাতে।
আমাদের পবিত্র রক্তের ঢল গ্রীবা থেকে মাটিকে স্পর্শ
করার পূর্বেই ওরা সাফল্য লাভ করে;
জবেহ হওয়ার মূহুর্তে চোখ হতে নেমে আসা প্রতি ফোটা
বেদনার সমপরিমান আনন্দ শুষে নেয়,
এবং তরতাজা কলিজা,গোস্ত, হাড় নিক্তির ওজনে ভাগ
করে- ওদের সুস্বাদু ডিনারের জন্য।
সমস্ত বন্টন শেষ হয়ে যাওয়ার পর শুধুমাত্র চোখ দুটি
দান করা হয় আমাদের পরিবার'কে
যা দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হজম করি-
প্রিয়তমা'র, প্রিয় হারানোর শোক।
সায়্যিদ লুমরান
আজিমপুর, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
04-05-2022
-
-