অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
ঋতুর বৈচিত্র - তপন কুমার বৈরাগ্য

বোশেখ এলে গ্রীষ্ম আসে
আম কাঁঠালের ঘ্রাণে,
অস্বস্তিটা বাড়ে মনে
স্বস্তি তো নেই প্রাণে।

বর্ষা এলে বৃষ্টি বাদল
মেঘের গুড়ু গুড়ু,
মড়া নদীর যাত্রা আবার
নতুন করে শুরু।

শরৎ শোভায় শাপলা শালুক
দশভুজার গানে,
মিলনমেলায় মেতে থাকি
সুর ওঠে সব প্রাণে।

শীতের হাসি গাঁদার রঙে
হৃদয় ওঠে দুলে,
বসন্ততে বনটা দেখি
সাজে ফুলে ফুলে।

তপন কুমার বৈরাগ্য
নাদনঘাট,পূর্ববর্ধমান
ভারত