অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
চিঠি - নির্মল ভৌমিক

প্রিয়তমা চিঠি দিও
চিঠিতে না দাও অক্ষরের বুনন
না দাও শব্দের চয়ন 
তাতে কোনো ক্ষতি নেই,
শুধু জেব্রা ক্রসিংয়ের মতো কিছু দাগ টেনে দিও
তাতেই না হয় আমি খুঁজে নেবো
তোমার আমার ভালোবাসার যাপিত জীবন।। 

জানি চিঠির ভাষা কিংবা চিঠির প্রচলন 
এ যুগে প্রায় অচল,
তবুও প্রিয়তমা আমি যে কেবল তোমার 
একখানা চিঠি চাই।

মুঠোফোনে হাই,হ্যালোর মতো কেবল মাত্র 
দুই একটা শব্দে 
আমার মন ভরে না প্রিয়তমা,
আমি তাই তোমার হাতের একখানা চিঠি চাই
যে চিঠির শব্দ চয়নে না হোক
জেব্রাক্রসিংয়ের মতো অঙ্কিত দাগে কিংবা চিঠির ভাঁজে 
আর খামে তোমার কোমল আঙ্গুলের
স্পর্শ মাখা রবে।।

প্রিয়তমা 
তুমি তো জানো না
তুমি চলে গেছো ঠিকি
কিন্তু আজো আমি
প্রশিক্ষনে তোমার স্মৃতি পুষে 
মোলায়েম স্পর্শ খুঁজি ______আর
একা নিভৃতে কতটা দহনে দহনে
আমার দিন কাটে!

প্রিয়তমা তাই তোমাকে আর কোনোদিন 
পাবো না জেনেও
তোমার কোমলপ্রাণ হাতের একখানা চিঠি চাই!!

তোমার একখানা চিঠি পেলে চিঠিতে তোমাকে 
খুঁজে নিয়ে 
আমার জীবন নামের আয়ুকাল 
কাটিয়ে দেবো অনায়াসে _____

০৮/০৫/২২খ্রিঃ-
নির্মল ভৌমিক 
ব্রাহ্মণবাড়িয়া।।