অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ভেঙে যাক সব মান - টিটোন হোসেন

নির্বাণ আজ ভেঙে যাক সব মান-
সেই ভাঙা শঙ্ক জোড়া আধেকটা আছে 
বাকীটা ফুঁকে ফুঁকে ভরেছে বাতাস
অনির্বাণ আজ ভেঙে যাক সব মান।

সেই শৈশব কৈশোর যৌবন খুঁজি-
বার্ধক্য চিহ্ন চর্ম ছেয়ে;
নতজানু কোমল প্রেমে গোপন রাগে
কাঁটার আঘাত সর্বত্র শুধু বুকে বেঁধে। 

অনির্বাণ আজ থাক প্রাচীর ঘেরা পল্লব
চিলের আবাস খুঁজি-
ঘনঘন স্বপ্নের দ্বারে দ্বারে ঘুরতে যাই,
শামুকের নড়াচড়ার মতো এ শরীর।

নির্বাণের বরদান আর কি কখনো পাবো?
এ জন্মে যতো বেদনা শোক-
সব কি এক জন্মে আর জলাঞ্জলি হবে।

বিস্তৃত বিস্মৃতি আসুক রবির তলে-
অনির্বাণ আজ ভেঙে যাক সব মান;
পাথরের হেঁটে চলা মেঘেদের ভোর রাত
মিশে যায় যাক;না হয় থাক এ ত্রাস জমা। 

কপোলের আধেকটা জগত স্বর্গ;বাকীটা?
যতটুকু ক্ষয়ে যায় ততটুকু এ অপমান 
হাঁপিয়ে উঠি;ভন্ডদের আনাগোনা পাশে, 
দেখা অদেখা আগুনে জ্বালায় দীর্ঘশ্বাস। 

নরম নারীর সঙ্গে কথা বিনিময়-
অর্ঘ্যদান সব কি মিছে এ অপমান? 
পদ্ম জলে ডুব খেলে ব্যাঙাচি পোনাদল,
অনির্বাণ আজ ভেঙে যাক সব মান।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা