অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মনোহর কাকা ও ভিনগ্রহী প্রাণী - গোবিন্দ মোদক

মিশরেতে যাবে বলে মনোহর কাকা, 
বানালো এক ব্যোমযান ইয়া বড়ো পাখা। 
তারপর যানে চড়ে দিল কাকা পাড়ি, 
একে একে পার হয় দেশ সারি সারি। 
তারপর পৌঁছায় মিশরেতে এসে,
পিরামিড দর্শন করে অবশেষে।
সে সময় মিশরে এক ভিনগ্রহী প্রাণী, 
কী কারণে এসেছিল তাহা নাহি জানি। 
তাকে দেখে কাকা বলে ভালো তো ভাই, 
ভিনগ্রহী প্রাণী বলে – কিরি মিরি কাঁই। 
কাকা সুরে বলে ওঠে- দিরি দুরি তিরি, 
তাই শুনে দুই জনের বন্ধুত্ব ভারী।
ভিনগ্রহী তাকে নিয়ে ভিনগ্রহে যায়,
মনোহর কাকা তাতে ভারি মজা পায়। 
এখনও কাকা সেই গ্রহে করে বাস, 
পৃথিবীতে কাকিমাটা কাঁদে বারোমাস। 

গোবিন্দ মোদক 
নদিয়া, পশ্চিমবঙ্গ