হে জীবন - কাজী মাসুদ
হে জীবন!
কালের চক্র প্রহরে
বহতা নদীর মত
নিরন্তর এ পথ চলা।
স্বপ্নের নকশী বাসরে,
দুঃস্বপ্নের নগ্ন অভিঘাত!
প্রত্যাশার নিপুণ বুননে,
প্রাপ্তির অসহায় আর্তনাদ।
সুখের সুরেলা মৌ-তানে,
দুখের সকরুণ বঞ্চনা।
উচ্ছাসের নির্মল প্রভাসে,
দীর্ঘশ্বাসের বিষন্ন আকুতি।
বিজয়ের বীরত্ব বিভোরে,
পরাজয়ের বিধুর নিয়োজন।
অর্জনের অম্ল-মধুর চেতনে,
বিয়োজনের তিক্ত রোদন।
ভালবাসার শ্বাশত প্রাণে
নিঠুরতার বিদগ্ধ বেদন!
এভাবে,আলো-আঁধারির লুকোচুরি ফাঁকে-
একদিন সাঙ্গ হয় রঙধনুর আয়োজন!
মহাকালের প্রমত্তা কৃষ্ণ বিবরে-
সমাহিত স্মৃতিদের বিবর্ণ বিচরণ!
বিস্মৃতির ব্যথিত শ্মশানে-
মর্মাহত অনুভূতিদের ব্যর্থ নিবেদন!
রাখিলাম শুধু-
স্রষ্টার কৃপা ধন্য-
মোর অবিনাশী সেই প্রেম!
গোধুলির শ্রাবণী সাঁঝে-
অভিমানী বাঁশরির হৃদয় তীর্থে।
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
01-06-2022
-
-