অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তোমার বিহনে - মোহাম্মদ ইল্ইয়াছ

তোমাকে দেখিছি সুয্যি ওঠা ভোরে
ঢেউছলছল মধুমতীর তোড়ে
দেখেছি তোমাকে বিল কলমির আলে
তোমাকে এঁকেছি মাল্লা মাঝি পালে।

আমাদের সেই দেখাদেখির গান
উতল হাওয়ায় এনেছিলো বান
দোয়েল দিয়েছিলো মিষ্টি মধুর শিষ
জোছনা-দ্যুতি-জ্বলছিলো অহর্নিশ।

তোমাকে দেখিনা এখন রূপালি মাঠে
বিলে-ঝিলের-পদ্মপুকুর ঘাটে-
দেখিনা তোমাকে পাকা শঠির বনে
বেণী দোলানো রামছাগলের সনে।

আমাদের সেই প্রীতির মাখামাখি
দীর্ঘ রজনীর জল রঙের আঁকা আঁকি
ভুলে কি ছিলো নীল বেদনায় ভরা
তোমার বিহনে তাইতো দেখি খরা।

মোহাম্মদ ইল্ইয়াছ। বাংলাদেশ