তোমাকে দেখিছি সুয্যি ওঠা ভোরেঢেউছলছল মধুমতীর তোড়েদেখেছি তোমাকে বিল কলমির আলেতোমাকে এঁকেছি মাল্লা মাঝি পালে।আমাদের সেই দেখাদেখির গানউতল হাওয়ায় এনেছিলো বানদোয়েল দিয়েছিলো মিষ্টি মধুর শিষজোছনা-দ্যুতি-জ্বলছিলো অহর্নিশ।তোমাকে দেখিনা এখন রূপালি মাঠেবিলে-ঝিলের-পদ্মপুকুর ঘাটে-দেখিনা তোমাকে পাকা শঠির বনেবেণী দোলানো রামছাগলের সনে।আমাদের সেই প্রীতির মাখামাখিদীর্ঘ রজনীর জল রঙের আঁকা আঁকিভুলে কি ছিলো নীল বেদনায় ভরাতোমার বিহনে তাইতো দেখি খরা।মোহাম্মদ ইল্ইয়াছ। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa