একটা নির্জন দুপুর চাই - মোঃ আইনাল হক
হাজার বছরের পথ পরিক্রমায় চলতে চলতে
আমি ভীষণ ক্লান্ত;
ঝড়ো হাওয়া,
তীব্র খরা,
অসহ্য দহন,
দুস্তর মরু,
দূর্গম পাহাড় পাড়ি দিতে পায়ের আঙ্গুল রক্তবর্ণ।
শ্রান্তিতে ভেসে যাওয়া বিক্ষুব্ধ মন
একটা নির্জন দুপুরের প্রত্যাশি।
স্নিগ্ধ সকাল,
উদাস বিকেল,
গোধূলি লগ্ন,
রঙের শোভাযাত্রা,
রাতের নিস্তব্ধতা বরং তোমাদের হোক।
আমার, একটা নির্জন দুপুর চাই!
চাই স্বস্তির একখন্ড একান্ত অবসর।
পাশাপাশি নাই'বা বসল কেউ, ক্ষতি নেই
আঙুলের ফাঁকে জলন্ত সিগারেট আর
একটা কবিতার বই থাক প্রেম অথবা বিরহের।
কবিতার শ্লোকে ডুব দেওয়া ডাহুক হব;
মানবিক বিগ্রহ,
প্রতিপত্তির উন্মাদ নেশা,
হিংসার অনল,
নির্লিপ্ত লোভ,
এবং স্বার্থপরতার নির্লজ্জ সমাজ বাসযোগ্য নয়।
কবিতার ভুবন জুড়ে হোক মানুষের আবাস
অথবা পৃথিবী হোক কবিতার দাবি মেনে নেওয়া
ক্ষুধা-দারিদ্র ও বঞ্চনামুক্ত সাম্যের সমাজ।
মোঃ আইনাল হক
রাজশাহী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
02-06-2022
-
-