আদিম পাথর - সুজন শান্তনু
এইসব নেশা উবে যায় চোখে,
মুছে যায় ঠোঁটে, রয়ে যায় মনে-
যাক—
নারী নয়, নাপিতের ক্ষুর-
তারচে' বিষাক্ত কিছু সাপঃ
হৃদয়ে উটের তৃষ্ণা,
ভালোবেসে হারিয়ে যে
হয়েছে তামাক।
এইসব দুঃখ জমে হয় চুপ,
মরে হয় বাষ্প, বয়ে হয় নদী
হোক—
কামনার বিষাদে পারদ-
তারচে' ভুলে থাকা সহজঃ
সিথানে গভীর কুয়া,
পাথরের মত নিক্ষিপ্ত যে
হয়েছে অশোক।
প্রিয়তমা, ইন্দ্রিয়ে আমার উড়ে যায়
অন্ধ বাদুড় এক— নিঃশব্দে অন্ধকারে
পাখা ঝাপটায় প্রেম গলাকাটা মোরগের মতঃ
নয় অভিনয় এইসব;
স্বার্থপর—
তোমার বুকের 'পরে ঝুলে আছে আদিম পাথর!
সুজন শান্তনু
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
02-06-2022
-
-