অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পরিবেশ দিবস - তপন কুমার বৈরাগ্য

চারিদিকে আজ বিষের বাতাস
কেড়ে নেয় কতো প্রাণ,
সুজলা-সুফলা গড়িব বিশ্ব
এসো ধরি সেই গান।

বাঁচাব বিশ্ব সবুজ দৃশ্য
লাগাব সকলে গাছ,
সচেতনতার লক্ষ্যে ছুটিব
জলেতে থাকিবে মাছ।

ক্ষতিকর ধোঁয়া বাতাসে মিশিছে
রুক্ষ করিছে দেশ,
যত্র তত্র ময়লা নোংরা
মধুরিমা করে শেষ।

উষ্ণায়নের তপ্ত তাপনে
পৃথিবীর চোখে জল,
জগৎ জ্বলিছে বরফ গলিছে
বেড়ে যায় হলাহল।

স্বার্থ সিদ্ধি তরে সবে আজ
বাড়ায় নিজের লোভ,
দিনে দিনে তাই প্রকৃতি মায়ের
বুকেতে জমিছে ক্ষোভ।

ইকোদিবসের শপথ সবার
বুকে তুলি সেই ধুন,
নহে তো যুদ্ধ পৃথিবী শুদ্ধ
এসেছে পাঁচুই জুন।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর, নাদনঘাট
পূর্ববর্ধমান, ভারত