অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সে আগন্তুক ! - সুদীপ কুমার চক্রবর্তী

কটা সময় আসবে -
আয়নায় তার প্রতিফলন মুচকি হেসে উঠবে।
তুমি অভিনন্দন জানিয়ে 
প্রশ্ন করবে কেমন আছো তুমি ছায়ার শরীর !
তারপর বলবে - বসো এসে পাশে।
আগন্তুকের মুখে ভালোবাসার গল্প শোনা যাক।

তরল পানীয়ের মত ঢেলে দেবে
এক পেয়ালা উষ্ণ অভ্যর্থনা।
এতদিন উপেক্ষার পর ঠিক চিনে নেবে সে আগন্তুক  -
হয়তো বলবে তোমার ভিতরের মানুষটা তো ভারি অদ্ভুত !

তারপর সময়ের ধুলো ঝেড়ে বেরিয়ে আসবে 
সুদীর্ঘ প্রেমপত্রের মতো আবেগের কাব্যকথা।
ছবির পর ছবি সাজানো ঝকঝকে অ্যালবাম।
সেগুলো তুলে মেলে ধরবে আয়নায়।

ইতিমধ্যে আয়নার ভাঙা কাচে অনেক বিবর্তন ঘটে গেছে ।
তবুও বলবে তুমি আগন্তুককে বেশ 
আন্তরিক স্বরে - বসো এসে পাশে।
এখনও অনেক গল্প তোমার শোনার বাকি আছে।

সুদীপ কুমার চক্রবর্তী
গাজীপুর, হাওড়া