ভালোবাসা যেদিন কাঁদাতে আসে - সুনির্মল বসু
শান্ত নদীতীর, বয়স্ক নিমগাছ, বিষন্ন প্রেক্ষিত,
শ্মশানে চিতা জ্বলে,উতরোল হাওয়া বয়ে যায়,
অহংকার পোড়ে, ভালোবাসা পুড়ে যায়,
মধ্যরাতে আমি কবরখানার পাশ দিয়ে হেঁটে যাই,
মধ্যরাতে আমি কান পেতে কবরের কান্না শুনি,
কত দীর্ঘশ্বাস দেবদারু গাছের মাথা ছুঁয়ে যায়,
কামিনী ফুলের গাছ দুলে ওঠে,সাফল্য ও ব্যর্থতার সালতামামি শেষে এখানে সকলে গভীর নিদ্রামগ্ন,
জীবনের পথে হাঁটতে হাঁটতে মাটিতে ঝরে পড়া অজস্র ঝরা বকুল ফুলের মধ্যে আমি ভালবাসা খুঁজে পাই,
মনে হয়, পৃথিবীতে যেখানে যত ভালোবাসা আছে,সবটা কুড়িয়ে নিই, মুঠো মুঠো ভালোবাসা বুকের গোপন দেরাজে রাখি, ভালোবাসা খুঁজতে খুঁজতে জীবন পেরিয়ে যায়,তবু আমি ডুবুরীর মতো সমুদ্রের গভীর থেকে ভালোবাসা কেবলই খুঁজে চলি, পৃথিবীতে কত সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে যায়,
পূর্ণ চাঁদ ভালোবাসার জলছবি হয়ে জেগে থাকে, রাতের তারারা সারারাত গভীর ভালবাসায় তাকে ঘিরে রাখে, জীবন স্বাভাবিক নিয়মে বয়ে যায়,আকাশ দ্রুত রঙ বদলায়, গাছের পুরনো পাতা ঝরে যায়, অরণ্য পাখি গান গায়, শিশুর মুখে হাসি ফোটে,
ভালোবাসায় বাছবিচার করতে নেই,
মহাকালের খেরো খাতায় সময় কমে,
ততদিনে জীবন পৌঁছে যায় সমে,
ভালোবাসায় অবহেলা করতে নেই,
অবহেলা করলে, ভালোবাসাও একদিন
ঠিক কাঁদাতে আসে।
সুনির্মল বসু
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
03-06-2022
-
-