শব্দদু'টি অপরিচিত হলেওঅপাঙ্তেয় কিংবা অবহেলিতহবার কথা নয়। শব্দ দূষণ মাটি দূষণ বাতাস বা পানিদূষণগুলো পরিবেশ দূষণ অনুসঙ্গ।হৃদয় দূষণ বা চরিত্র দূষণ মানুষ দূষণ অনুসঙ্গ নয় কি? প্রতিনিয়ত ক্ষতবিক্ষত প্রকৃতি ধ্বংস করছি অপার প্রকৃতির। দীপ্ত শপথ নিয়েছি ভেঙে পুরাতন অপসারণ ও উপড়ে সৃষ্টি আনন্দে নতুন পৃথিবী গড়ার।প্রকৃতি বিহীন মানুষ মানুষ হীন প্রকৃতি ভাবনার আবর্তে প্রকৃতির আর্ত পরিহাস।হৃদয়ের দূষণ প্রতিহত হলে চরিত্রের দূষণ প্রতিরোধ হলে হবে 'শিশুর বাসযোগ্য পৃথিবী'।প্রকৃতিদূষণ প্রতিহত করতে হবে প্রকৃতি রক্ষা করতে হবে বাচাতে হবেনিজে বাচতে হবে বাচাতে হবে মানুষ।পার্থ সারথী চৌধুরী। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa