ক্ষণিকের ভাবনা - ডাঃ সুভাষ চন্দ্র সরকার
আবার দেখা হবে নীল সাগরের পারে
নীল আকাশের নিচে ;
আসবে না তুমি নীল আঁচল উড়িয়ে,
দু মেরু থেকে দু জনে যাবো
কিন্তু ;দেবে না হাত টি বাড়িয়ে।
মনের গভীরে ক্ষত চিহ্ন চাপা দিয়ে
মুখে শুকনো হাসির রেখা ফুটিয়ে
বলবে ;তুমি কেমন আছো?
নীল সাগরের দিকে তাকিয়ে বলবো
সাগরিকা" সবাই য়ের সাথে
তুমি যেমন আমায়;রেখেছ।
উদাসী হয়ে বলবে তোমার কলম
থেকে বেরিয়ে আসুক নতুন নতুন সৃষ্টি ;
নতুন নতুন উপস্থাপনা,
ছড়িয়ে পড়ুক দেশ থেকে বিদেশে ;
ইটালি রোম থেকে কানাডা,
নিভৃতে বসে পড়বো তোমার সৃষ্টি,
সিক্ত চোখে আপ্লূত হবো
তোমার সৃষ্টির সন্মননা।।
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগণা, প,ব
ভারত
-
ছড়া ও কবিতা
-
27-06-2022
-
-