বৃষ্টির ছন্দ - নির্মল ভৌমিক
বৃষ্টির ছন্দ যেনো
চন্দ্রলতা'র পায়ে পায়ে
বেজে ওঠা নূপুরের প্রতিশব্দ!
আমি কান পেতে শুনি
শুনতে আমার ভালো লাগে,
আমার ভালো লাগে যেমন করে
যৌবনে ভালো লেগেছিল চন্দ্রলতাকে।
চন্দ্রলতা?
সে আমার প্রথম দেখার প্রথম প্রেম
কোকিল ডাকা বসন্তের
সোনালি সমর্পণ।।
কদম ফোঁটা তিরিশটি বরষা পেরিয়ে গেছে
অথচ আজো বৃষ্টি এলে
বৃষ্টির ছন্দে আমি তার পায়ে পায়ে বেজে ওঠা
নূপুরের প্রতিশব্দ শুনি!
নব কিশলয়ের মতোই
জেগে উঠে আমার অন্তরে জুড়ে থাকা প্রেমে
তার রেখে যাওয়া স্মৃতি!
আর আমি বৃষ্টির প্রতিটি ফোটার সাথে
তাল মিলিয়ে বলে উঠি
আজো চন্দ্রলতাকেই ভালোবাসি,
সহস্র কোটিবার তাকেই ভালোবাসি ____
সে' ই তো আমার প্রথম প্রেম,
প্রথম আত্মনিবেদন।।
নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
-
ছড়া ও কবিতা
-
27-06-2022
-
-