একটা মৃতপ্রায় স্বপ্ন - মোঃ আইনাল হক
আমি গভীর দুঃস্বপ্নে আঁতকে উঠি বারবার;
বন্যা,
মহামারী,
খরা,
দুর্যোগ,
দুর্ভিক্ষের মতোই
দুর্বল শিক্ষা ব্যবস্থায় কুয়াশাচ্ছন্ন বাংলাদেশের হৃদয়।
এ ভূ-খন্ডে শিক্ষা
বানিজ্যের বিনিয়োগ রূপে বিবেচিত
নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি সর্বদা উপেক্ষিত।
বৃত্তের বলয়ে সীমাবদ্ধ সংশ্লিষ্টদের মানসিকতা
অসীম আকাশে স্বপ্নের ওড়াউড়ি বিলাসিতা।
বিচ্যুত আদর্শ,
অন্ধ স্বজনপ্রীতি,
নতজানু বিবেক,
সঙ্গাহীন দায়িত্ববোধ,
অসহনশীল শিষ্ঠাচার,
প্রণয় বহির্ভূত সম্প্রীতি,
দ্বিধান্বিত উপলব্ধি এবং
ক্ষয়ে যাওয়া সহিষ্ণুতা;
এমন হাজারও অমীমাংসিত সমীকরণে ঝুলন্ত
শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থান।
আমার আশাবাদী মন
ভীষণ হতাশার সাত সমুদ্দুর ঘুরে ফিরে আসে,
ক্ষয়ে যাওয়া বক্ষে দুর্বৃত্তায়নের পদাঘাত
উপঢৌকন পাই শূন্যতা নিঃশব্দে অবশেষে ।
অনুধাবন,
প্রয়োগ,
মূল্যায়ন,
কেবলমাত্র মুখরোচক নতুন শব্দের ব্যঞ্জনা
অমুলক গুরু-শিষ্যের জ্ঞানান্বেষণ এবং শিক্ষা সাধনা।
এক অলৌকিক পরিবর্তনের সন্ধানে
অনুসন্ধিৎসু অন্তর পথ পানে চেয়ে থাকে অনুক্ষণ,
সমৃদ্ধ রাষ্ট্রের স্বার্থে শিক্ষাখাতে চাই প্রভূত উন্নয়ন।
মোঃ আইনাল হক
রাজশাহী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-06-2022
-
-