যেতে চাও তো চলে যাও - জাহিদ হাসান
যেতে চাও? তো চলে যাও।
অনেক অনকে দূরে,ইচ্ছে যত যাও,
হারিয়ে যাও অজনায়,ভাবনার সীমানা পেড়িয়ে।
আমি আর কড়া নাড়বোনা তোমার ইচ্ছের বন্ধ দুয়ারে। আমি আড়ালেই থেকে যাবো তোমার সৃষ্ট প্রাচীর ঘেঁষে।তোমার সৃষ্ট দূরে।
সন্ধ্যার খাবার শেষে ফেলে দেওয়া উচ্ছিষ্টের মত নিথর হয়ে থাকব তোমার দেওয়া ইচ্ছের প্রাপ্য স্থানে। শুনবেনা বিন্দুমাত্র আর্তনাদ অথবা উঠে আসার কামনা ও প্রার্থনা।
শুনবেনা পরিচিত বাক্য..তোমায় ভীষণ ভাবছি,প্রকৃতির স্নিগ্ধতায় তোমার ছবি আঁকছি,
খুব বেশি ভালোবাসি অথবা ভীষণ দেখতে ইচ্ছে করছে।
মৌনতা আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ সাথে নির্জনতা। ভাবনায় ডুবোনা কবিতা,আমার ইচ্ছে আর আবেগ বাঁধা হয়ে দাঁড়াবে,ভেঙে নাও।
যেতে চাও?তো চলে যাও।
অনেক অনেক দূরে, ইচ্ছে যত।
মেঘ ডাকা আঁধার ক্ষণে থমকে যেওনা
স্থির থেকো না কোনো নির্জনে
উপলব্ধিতে এনো না ঝড়ের পূর্বাভাস।
খুলোনা বাঁধা চুল
সৃষ্টি কোরোনা চুল বেয়ে পড়া পানির দৃশ্য
কাপিয়োনা ঠোঁট,লোণা স্বাদ তোমায় অতিষ্ট করে তুলবে,ফেলে দাও।
যেতে চাও?তো চলে যাও।
অনেক অনেক দূরে,ইচ্ছে যত।
কাব্য খুলোনা,খুলোনা জানালা,দেখোনা সবুজ ঘাঁসের ডগায় জমা শিশির বিন্দু,
দৃষ্টিতে দৃশ্যত তোমার উপমার বিন্যাস আর ঘাঁসের স্থির আসন তোমায় অশান্ত করে তুলবে,
স্মৃতির শলাকা তুলবে নব তান,শান্ত হও।
যেতে চাও?তো চলে যাও।
অনেক অনেক দূরে, ইচ্ছে যত।
কালো জামা পড়োনা
চুল বেঁধো না এলোমেলো বিন্যাসে
চুলের আড়ালে লুকাতে দিওনা অর্ধ ভ্রু
আয়নার সামনে মৃদু হাসিতে রাঙ্গিয়োনা ঠোঁট ফেলোনা বাকা দৃষ্টি। আমার নিবেদিত ইচ্ছের প্রতিফলনে নিমিষেই হারিয়ে ফেলবে চঞ্চলতা,সঙ্গী হবে নিরবতা,শক্ত হও।
যেতে চাও?তো চলে যাও।
অনেক অনেক দূরে, ইচ্ছে যত,ভাবনার সীমানা পেড়িয়ে।
জাহিদ হাসান
রংপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
02-07-2022
-
-