অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জীবন পথ - সিদ্ধেশ্বর হাটুই

প্রভাত প্রাতে একলা বসিয়া আমি ভাবি মনে মনে
অব্যক্ত কত কথা-শত ব্যথা ঢাকিয়া রাখি সংগোপনে।
দিবা আকাশে রবি যেমন সদা থাকে উজ্জ্বল
রজনিতে চাঁদ হাসে করে ঝল-মল,
তারাদের কত দীপ্তি দেখো আকাশ পানে
কত তারা স্থলিত হয় শুধু আঁধার-ই তা জানে।
দিবাকর-নিশাকর আর তারাদের দেশে
কেহ বোঝেনা কাহারো ব্যথা থাকে আপন বেশে।

মানব জীবনে আসে কত জোয়ার-ভাটা
কত জীবন ভাসিয়া যায় হদিস রাখে কে কটা।
শত ব্যথা-শত কাঁটা শত শত ভয়
এ জীবন সকল সয়ে চায়না পরাজয়।
যুদ্ধক্ষেত্রে নামিয়া আর ভাবিয়া কাজ নাই
যতক্ষন থাকিবে শ্বাস আত্ম বিশ্বাস রাখা চাই।
অতি সাহস-অতি ভয় অতি আবেগময়
কনোটিই রাখিয়োনা মনে অন্যথায় পরাজয়।

কিটনাশকে্র বিষ ছড়িয়ে আছে চারিদিক
কিটপতংগোর ন্যায় এই মানব জীবন এক্কেবারে সঠিক।
স্বার্থপরতার বীজ ভূমিষ্ঠ হইয়া উঠিছে লাখো নবোদ্ভিন্ন
ডাল-পালা মেলিয়া তারা সাধারনকে করছে শূন্য।
এ সমাজে তাই বাঁচিয়া থাকিতে হইলে ভাই...
সমস্ত কিছুর মধ্যে বাঁচার রসদ চাই।
আমি ভাবি মনে ব্যথা থাক গোপনে গোপনে
ব্যঙ্গ করিবে অনেকে ব্যক্ত কথা যদি কেহ শোনে।

মানুষতো ভাই হাতের আঙুল
কেহ আবার ভুল করিলেও বোঝেনা সে ভুল,
জীবন চলিবে আপন ছন্দে দ্রুত কিম্বা শ্লথ
বিধাতার লিখন মানিতে হইবে এটাই জীবন পথ।

সিদ্ধেশ্বর হাটুই 
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ