এই শ্রাবণে সৃজনে - বন্দনা পাত্র
ঐ আকাশ বাড়ি মেঘের জলে ভরা যখন
গাছের কাছে প্রশ্ন করি,তুই কি ঐ মেঘের খবর রাখিস-?
এই শ্রাবণে বৃষ্টি নামে যখন তখন---
শিকল দিয়ে রোদ্দুরেতে কাপড়খানি মেলিস-?
বেল ফুলেরা গাছের তলে চুপ করে ঐ বৃষ্টি মাখে
আমি তখন একলা ছাদে বৃষ্টিতে স্নান করি।
শুভ খবর আনলো বয়ে আনমনা ঐ মেঘ
কপোত জোড়া ঘুলঘুলিতে করছে শুধুই প্রেম,
শ্রাবণ-রোদে গা জ্বলে যায় বৃষ্টি থামার প'রে-
এলোচুলের খোঁপা বেঁধে মেঘ ডাকে ঐ কপোতীদের ঘরে।
আকাশ-মেঘে জল বয়ে যায় নদীর মতো,
মেঘদূতেরা বার্তা আনে ঘটক হয়ে বর্ষা-ব্রত
পালন করে শ্রাবণ সমাজ,আসমানী নীল মেঘ
বরণ শাড়ি শুকায় সিক্ত বাতাস----।
দেওয়াল জুড়ে শ্যাওলা যেন সবুজ ফোকাস
রোদ পড়েছে তার উপরে পান্না চুনী হাসির জোয়ার,
এমনি করেই এই শ্রাবণে রোদ-মেঘ-জল চুমকি সম
গাঢ় আকাশ গাছের পাতার উপর জল লিখে দ্যায়
টুপ্ টুপ্ ঝিলিক হয়ে পড়তে থাকে শুকনো দেওয়া
শাড়ির উপর।
শ্রাবণ আকাশ আবার এসো এক বসন্ত পার করে
গ্রীষ্মের সেই অলস দুপুর পার করে---
বোষ্টমীদের খঞ্জনীতে পদাবলীর সুর তুলে।
বন্দনা পাত্র
26/07/2022
-
ছড়া ও কবিতা
-
29-07-2022
-
-