অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সৌম্য ঘোষ এর কয়েকটি কবিতা

ডাক
ভুল আর শূন্যের মাঝে আটকে আছে
অবিমৃশ্যকারী হৃদয়, নিরবধি
মানুষের কিছু ভুল থাকে, কিছু সাফল্য/
কিছু কিছু শূন্যতাও থাকে
নক্ষত্রঘটিত আকাশের মতো।
শূন্যপথে ঝরে পড়ে ব্যক্তিগত বেদনা
সন্তাপহীন অনন্ত পথে কেউ
যাত্রা শুরু করে, যেন
সন্ন্যাসীর খড়মপায়ে ভিজে জ্যোৎস্নায়/
নিঃসঙ্গ পর্যটন...

কেবল নক্ষত্ররা সারারাত ডাকে-
"আয়, আয়"...

বিরহী শ্রাবণ
মৃন্ময় উঠোনে বাজে অবেলার বৃষ্টি নুপুর,
প্রেমের সুগ্ৰাহী পাখিদের উড়ান,
বাতাসে বিধৌত দেহমন
রোদ আসে বাতাসের নরম পালকে
ভেসে ভেসে,
বারান্দায় কুণ্ডলী পাকিয়ে শোয়ে
বিরহী শ্রাবণ!
দিগন্তের ক্যানভাসে প্রণয়বিমুগ্ধ এক অচেনা আকাশ।

অমরাবতীর লোভে যে যুবক
সারাগায়ে কবিতা মেখেছে, তাকে
দাও প্রতীকী বিরহ,
দাও শিল্পময় অলীক সাম্পান।

বেদনার গান
দীস্রোতে লেখা থাকে প্রাচীন
বটবৃক্ষের গল্প,
সাঁকো-পথ দিয়ে হেঁটে যায়
সবুজ সকাল,
বাতাসে শব্দেরা জলকেলি করে
লিখে রাখে
মায়া ও ভ্রমরের পদাবলী,
তবুও কিছু বিবর্ণ দ্রোহ
ছেঁড়াপাতায় ইতঃস্তত

দূরে কে যেন হেঁটে যায় বাউল পায়ে
বাতাসে ভাসে বেদনার গান।

সৌম্য ঘোষ
চুঁচুড়া, পশ্চিমবঙ্গ