আজ প্রতিশ্রুতি ভঙ্গের দিন কথা ছিলো দেখা হবেদেখা হলো না। আজ পরীক্ষা দেবার দিন কথা ছিলো বেড়াতে যাবোবেড়াতে যাওয়া হলো না। আজ বিশ্বাসহানির দিনকথা ছিলো ডুবসাঁতার দেবমৎস্যকন্যার হাদিস নেই। আজ প্রীতির কালিমার দিনকথা ছিলো দোহে মিলবোমেলবন্ধনের চিহ্ন নেই। এভাবেই মনুষ্য যাত্রার সরণিব্যথা-বেদনায় জরা জীর্ণ।মোহাম্মদ ইল্ইয়াছ বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa