অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মানুষ্য যাত্রার সরণি - মোহাম্মদ ইল্ইয়াছ

জ প্রতিশ্রুতি ভঙ্গের দিন 
কথা ছিলো দেখা হবে
দেখা হলো না। 

আজ পরীক্ষা দেবার দিন 
কথা ছিলো বেড়াতে যাবো
বেড়াতে যাওয়া হলো না। 

আজ বিশ্বাসহানির দিন
কথা ছিলো ডুবসাঁতার দেব
মৎস্যকন্যার হাদিস নেই। 

আজ প্রীতির কালিমার দিন
কথা ছিলো দোহে মিলবো
মেলবন্ধনের চিহ্ন নেই। 

এভাবেই মনুষ্য যাত্রার সরণি
ব্যথা-বেদনায় জরা জীর্ণ।

মোহাম্মদ ইল্ইয়াছ 
বাংলাদেশ