অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তাথৈ প্রেমে - হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়

প্রেমের শুরু এখান থেকে
বাইরে শ্রাবণ পাখির ডানায়-
পাতায় পাতায় নিপুণ সুখে
টিপটিপ জল ভরছে কানায় ...

প্রেমের শুরু সেই যে কবে 
জলের বিন্দু দোদুল শাখায়,
ঝাঁপ দিয়ে তার বর্ষাযাপন
নবাঙ্কুরের ভরসা জোগায় ... 

প্রেমের শুরু সেখান থেকে
আবছায়া মন নিগূঢ় আলো-
ভেষজ-সোঁদার সম্ভাষী জল
রঙধনু রঙ মুছবে কালো ...

প্রেমের শুরু যখনতখন
চোখ রাখো মন অতল গভীর-
শ্রান্তশহর আগুনগহর
ঝরণাতলায় হোক না অধীর ..

হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়
হুগলি, পশ্চিমবঙ্গ