বিশ্রাম - সিদ্দিকা ফেরদৌস তরু
মধ্যগণনে জীবনটা কেন জানি
বড় বেশি টালমাটাল।
উগ্রতা নয়, অবিনয়তা নয়
শুধুই বেঁচে থাকার আকুতি।
যে জীবনে চাকচিক্য প্রখরতা প্রভার জন্য
করেছিলো অর্জন যোগ্যতা উপযোগিতা,
এখন প্রতিটি কাজে এসেছে স্থবিরতা
আজ আর নেই জীবনের কোনো দিপনতা।
অঝোর ধারার বৃষ্টির ছোঁয়া
জাগায় না আর শিহরণ,
অতীত বর্তমান নিয়ে বারে বারে
জীবনকে ঘিরে করছে ঘূর্ণন।
জীবনে করেছি কতোই না পরিশ্রম,
এখন শুধুই চাই বিশ্রাম আর বিশ্রাম।।।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
07-08-2022
-
-