অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
একলা প্রহর - জাহিদ হাসান

র কখনই বলবোনা তোমাকে ভালোবাসি
কখনো না,কোনোদিন ভুল করেও বলবোনা তোমাকে ভালোবাসি অথবা তুমি আমাকে বাসো।
আচ্ছা তুমিই বলো,যাকে এত্তো বেশি ভালোবাসি
যার ভাবনায় এতো বিভোর
যাকে নিয়ে এতো স্বপ্ন,ইচ্ছে,কল্পনা
যার প্রতি এতো চাওয়া অনুরাগ অনুভূতি
যার কন্ঠস্বরের ভেঁজা স্পর্শের জন্য
কম্পিত হৃদয়ের এতো কৌতূহল……
তাকে কি আর বাধ্য করা যায়?
ইচ্ছের স্বাধীনতাই যদি না দিতে পারি
তবে ভালোবাসাই বা রইলো কি….হুম?

আমি আর কখনই বলবোনা তুমি সম্মুখে আসো,
মুখোমুখি বসে চোখে চোখ রেখে অপলক চাহুনিতে চোখ আর ঠোঁটের অনুভূতিময় যোগাযোগে কথা বলো।
চাইবোনা মৃদু বাতাসে গাল আর ঠোঁটে লেপ্টে থাকা অথবা অর্ধ ভ্রু আড়াল করা এলোমেলো চুলগুলো কানের পৃষ্ঠে গুছিয়ে দিতে।
চাইবোনা পিপাসিত দৃষ্টির আলিঙ্গনে
অপেক্ষারত হৃদয়ের চৌচির পেরিকার্ডিয়ামে তৃপ্তির স্পর্শ আঁকতে।
চাইবোনা আঙ্গুলের ভাঁজে আঙুল রেখে কোমল পৃষ্ঠে শুকনো ঠোঁটের ছোঁয়ায় অনুভূতি রাঙ্গাতে।
আর কখনোই বলবো না তুমি সম্মুখে আসো,ভালোবাসি অথবা ভালোবাসো।
যদি আড়ালেই সুখ পাও তবে আড়ালেই থাকো।
ইচ্ছেমতো নতুন মুখে নতুন সুখে সাজাও শহর
আমার নাহয় দূরেই কাটুক
মৌনতা আর ভাবনা নিয়ে…..একলা প্রহর।

জাহিদ হাসান 
রংপুর, বাংলাদেশ