অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
আমি আমার মতো - সুনির্মল বসু

ই যে সব সময় একটা আচ্ছন্ন ভাব, এই যে সব সময় একটা কিছু খুঁজে বেড়ানো,
এই যে সবসময় এক ধরনের মুগ্ধতা তাঁকে ছুঁয়ে থাকে, শব্দের খোঁজে সারারাত চোখে ঘুম আসে না,
কারো সঙ্গে তাঁর বাঁচার স্টাইল মেলে না,
এক আশ্চর্য স্বাতন্ত্র্য নিয়ে  তিনি তাঁর মতো অনন্য পৃথিবীতে বেঁচে থাকেন,
এই আলোর রোশনাই তাঁকে স্বতন্ত্রভাবে বাঁচায়,
চারদিকে এত যে ঢাক পেটানো,
এর ওর পায়ের ধূলো নেওয়া, বিখ্যাত মানুষকে ছুঁয়ে থাকা, চাটুকারিতা পদলেহন, বরাবর তা থেকে শত যোজন দূরে তিনি, নিজের মতো আশ্চর্য এক পৃথিবী গড়ে নিয়েছেন,
যেন রবিনসন ক্রুশোর দ্বীপে সাত মহলা রাজপ্রাসাদে একক বাসিন্দা, মোটের উপর এমনটাই তিনি, পুরস্কার তিরস্কার ইদানিং আর তাঁকে ছোঁয় না,অনিত্যের পেছনে ধাওয়া করা তাঁর স্বভাব নয়, সাহিত্যের খিলান গম্বুজ ওয়ালা প্রাসাদের সংবাদ তিনি জানেন,
অনায়াসে তিনি তাই সব প্রশংসাকে তাচ্ছিল্য করতে পারেন, ব্যর্থ প্রেমিক হয়েও রাজার মতো ভালোবাসার নিজস্ব পৃথিবী গড়ে নিতে পারেন,
অন্ধকার ঘরে থেকে আলোর পৃথিবীর স্বপ্ন দ্যাখেন,
তাঁর সৃষ্টি যদি মানুষের মন ছুঁয়ে যায়, তাহলেই তিনি কৃতার্থ,
এই ভাবনায় গড়া তাঁর সাহিত্য সংসার, তিনি তাঁর  সৃষ্টি লোকে  এভাবেই সারা রাত মগ্ন চৈতন্যে জেগে থাকেন, সৃষ্টির ম্যারাথন দৌড়ে বলতে চান,
আমিও আছি, আমিও আছি,আমিও আছি,
প্রচারের আলোর আড়ালে আমিও আছি,
আসলে,সেই কবে থেকে আমি একটা ভালোবাসার পৃথিবী খুঁজে যাচ্ছি।

সুনির্মল বসু। পশ্চিমবঙ্গ