ক্ষুধা - নির্মল ভৌমিক
ক্ষুধা তো খুঁজে না
নারী-পুরুষ,বৃদ্ধ-জোয়ান,
উদরে ক্ষুধার নৃত্য
মানুষকে বানায় দানবের সমান।
ক্ষুধার যাতনে
হাড় জ্বলে,
জ্বলে পিত্তি,
উপশম নাই তার না পেলে
ক্ষুধা তাড়াবার বরি!
কোথা পাব
সে বরি?
দ্রব্যমূল্যের হিংস্রগতি,
উদরে তাই আগুন জ্বালায়
ক্ষুধা সন্ত্রাসী!!
ক্ষুধার কাছে
নতজানু হয় বিবেক বুদ্ধি,
ক্ষুধার্ত বুঝে না
হিন্দু-মুসলিম,বুদ্ধ-খ্রিষ্টানের হাঁড়ি।
ক্ষুধার্ত চায় শুধু
অন্ন দ্রব্য,
না পেলে নরক হবে
বিশ্বব্রহ্মাণ্ডে যত আছে সংসার,
যত আছে ঘরবাড়ি!!
নির্মল ভৌমিক
নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া
-
ছড়া ও কবিতা
-
10-08-2022
-
-