অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
চোখ - গোলাম কবির

মানুষের চোখের দৃষ্টিতে থাকে মাদকতা, 
এই চোখের দিকে তাকিয়ে থাকার 
অনন্ত তৃষ্ণা রয়ে যায় আমৃত্যু! 
কখনো ঐ চোখের দৃষ্টিতেই
অকষ্মাৎ বিদ্যুৎ খেলে যায়, 
কখনো সেই চোখের দিকে তাকিয়ে 
মনেহয় এই বুঝি ঝলসে যাচ্ছে হৃদয়!  
মনেহয় এই তো চোখের ভিতরেই যেনো 
হাজার বছরের পুরনো মৃত নদী
আবার যৌবন ফিরে পাচ্ছে, 
কখনো কারো চোখ দেখে প্রথম দৃষ্টিতেই 
এতো ভালো লেগে যায়,
যে বিষ্ময়ের ঘোর আর কাটে না!
মনেহয় অবিরাম বর্ষাজল যেনো 
মেঘ হয়ে তার চোখের মধ্যে সেঁটে আছে! 
কখনো ঐ চোখই ভীষণ মায়াবী মনেহয়,
তখন মনেহয় হরিণীর চোখও 
এতো মায়াবী হয় কিনা কে জানে! 
কখনো ঐ চোখের দিকে তাকালে 
মনেহয় আমি অধম তো কোন ছার! 
এতো উজ্জ্বল আলোর ঝলকানি 
হয়তোবা, মুসা নবীও দেখেন নি 
কোনোদিন! কখনো ঐ চোখের দিকে 
তাকিয়ে থাকতে থাকতে একসময়
মনেহয় এই বিশাল পৃথিবী যেনো 
একটা শূন্য সময়ে এসে থমকে গেছে!  
কখনো ঐ চোখ দেখে মনেহয়
যেনো নির্জন জঙ্গলের মধ্যে পড়ে থাকা 
মৃত হরিণের হাড় দেখতে পাচ্ছি!
কখনো আবার ঐ চোখ দেখে 
মনেহয় ঘৃণায় মুখ ফিরিয়ে নিই - 
কারণ - ঐ চোখের দৃষ্টিতে শুধুই  
ইর্ষা, লোভ, হিংসা আর ক্রোধ যেনো
ঠিকরে বেরুচ্ছে আগুনের লাভার মতো! 
তাই আমার কাছে
মানুষের শরীরের আর কিছু নয়, 
শুধু এই চোখই 
চিরদিন অপার রহস্যের আধার!

গোলাম কবির। বাংলাদেশ