অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্বাধীনতা তুমি কেন শিকলে? - বন্দনা পাত্র

স্বাধীনতা,তোমাকে ওরা শিকলে বেঁধেছে, আর তুমি---
ভিখারীর মতো হাত পেতেছো, সাগর হতে পারো নি।
তুমি পিঞ্জর খুলে খোলা আকাশ দেখেছে?
একদিন---,শুধু একদিন সবাই ঐ সবুজ গেরুয়ার পতাকা তুলেছে 
খোলা আকাশের নীচে, তোমাকে পাওয়ার আশায়।
তুমি শিকলেই রয়ে গ্যাছো---
অসংখ্য মানুষের কান্না পৌঁছায়নি আধুনিক স্বাধীনতার কাছে।

শিকলের ঐ শৃঙ্খলতা রক্ষা করতে করতে নবান্নের রোদ্দুর চলে গ্যাছে 
খড়ি মাটির আল্পনা আঁকা হয় নি,
শঙ্খচিল আসে ঐ দূরে পড়ন্ত বিকেলে---
গোধূলির আলোয় গা ভিজিয়ে রূপকথা ভাবি
আধুনিক স্বাধীনতা আমার কাছে আসে শিকলের বাঁধন খুলে
তখনও বলেছি,স্বাধীনতা তুমি কেন শিকলে?
স্বাধীনতা,তুমি শিকলে,শৃঙ্খলে দেবী সরস্বতী 
সবুজ ঘাসের বুকে মুখ গুঁজে আছে ফড়িং 
আর তুমি--!পরাধীনতার শিকলে---।

বন্দনা পাত্র। পশ্চিমবঙ্গ