শোকাবহ ১৫ আগষ্ট স্মরণে দুটি কবিতা - পার্থ সারথী চৌধুরী
মৃত্যুঞ্জয়ী
বারবার হাজার বার বলেও
যে কথাটির হয় না শেষ
ভালোলাগায় ভালোবাসায়
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
জীবনের মাঝে নতুনের সাজে
চির অম্লান হয়ে রবে বহমান
গভীর অনুভূতির এক নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীন চেতনায় পীড়িতের ভাবনায়
জন্ম মাটির গন্ধ আবেশে
অসহায় পাশে বয়ে যাবে রেশ
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
মৃত্যু ভয় তুচ্ছ করে জীবন ভরে
সোনার বাংলা গড়ার স্বপ্ন বিভোর
এক জাতীয় পতাকার নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মৃত্যু তো মরণ নয় জীবনেরই নাম
মৃত্যুঞ্জয়ী মৃত্যু জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অবরুদ্ধ সময়
দিগন্তের কর্মব্যস্ততায় যাঁর জীবন ছিল কর্মময়
বরফের শীতলতা যাঁর বক্ষে ছড়িয়েছিল জীবনের উষ্ণতা
ধোঁয়াশার কালো মেঘ আবর্তিত নয়টি মাস
যেখানে মৃত্যু, আহাজারি ও আর্তনাদ
কিন্তু নড়েনি স্বপ্ন।
ঠিক সেখানেই
অবিচল সময় স্হির হয়েছিল এক বিন্দুতে
১৫ আগষ্টের ভোরে, ৩২ নম্বরে নৃশংস বর্বরতায়।
সেদিন সূর্য কিরণ দিয়েছিল জলভরা আলোয়
অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ছিল সারাটি সকাল
নিষ্প্রভ নীরবতা ছড়িয়েছিল চারিদিকে
প্রকৃতি, বৃক্ষ, পাখি এবং মানুষ ছিল স্তব্দ
কিছু হিংস্র হায়েনারা করেছিল সোৎসাহ খেঁক খেঁক
আর রাস্তার নেড়িকুত্তারা ডাস্টবিন উচ্ছিষ্ট লোভে মত্ত।
ক্ষিপ্ত সময় থামে না দ্রুতলয়ে ধাবমান
করাল রাহু গ্রাস করতে পারে না ধাবমান সময়
অদম্য প্রজন্মের মাঝে এক পিশাচ প্রজন্ম
শাশ্বত সময়ের মাঝে এক অবরুদ্ধ সময় চিরায়ত মৃত্যু শোকাকুল মৃত্যু
১৫ই আগষ্ট '৭৫।
পার্থ সারথী চৌধুরী। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
14-08-2022
-
-